দেড়শো বছর আসন্ন, মনীষীদের মূর্তিগুলি অবহেলায় পড়ে শহরে
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, সাঁইথিয়া: শহরে রয়েছে একাধিক মনীষী,স্বাধীনতা সংগ্রামী, দুইপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ও শিক্ষাবিদদের মূর্তি। দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে সিউড়ি শহরের মনীষীদের মূর্তিগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করার দাবি জানিয়েছেন শহরবাসী। ২০২৫ সালে সিউড়ি শহরের দেড়শো বছর পূর্তি হচ্ছে সেই উপলক্ষ্যে সিউড়ি পুরসভা থেকে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হবে বলে জানা গেছে। কিন্তু সিউড়ির বেশ কয়েকটি জনবহুল রাস্তায় বিগত দশ-বারো বছর আগে বিভিন্ন গুণীজনের মূর্তি স্থাপন করা হয়। কিন্তু সেই মূর্তিগুলি আজ অবহেলা অনাদরে পড়ে রয়েছে বলে অভিযোগ শহরবাসীর। তাঁদের দাবি, সিউড়ি প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম। আমাদের প্রিয় শহরের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান হবে, খুব ভালো কথা। কিন্তু আমাদের দেশ তথা বিশ্বের গৌরব যাঁরা, তাঁদের মূর্তিগুলি আজ শহরের বিভিন্ন জায়গায় অবহেলায়, অনাদরে পড়ে রয়েছে। কিন্তু পুরসভা দেখেও যেন নিশ্চুপ।বছরের কিছু কিছু সময় মূর্তিগুলিকে পরিষ্কার করা হয়। কিন্তু বাকি সময় মূর্তিগুলি দেখি ব্যানারের আড়ালে মুখ ঢেকেছে, যা খুব লজ্জাজনক বিষয়। আমরা চাই পুরসভা দ্রুত এই মূর্তিগুলির সংস্কার করুক।
সিউড়ি চন্দ্রগতি হাইস্কুলের ইংরেজির শিক্ষক সন্দীপন রায় বলেন, শহরবাসী হিসেবে আমাদের কাছে খুব আনন্দের খবর যে, আমাদের শহর দেড়শো বছরে পা রাখছে। তাই শহরের গৌরবকে অক্ষুন্ন রাখতে বিশিষ্টদের মূর্তিগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার। মূর্তিগুলির উপরে একটি করে আচ্ছাদন ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। এছাড়াও বেশ কয়েকটি মনীষীর মূর্তি বসানো হোক, যাতে শহরের গৌরব আরও বৃদ্ধি পায়। তাই পুরসভার কাছে আবেদন,মূর্তিগুলির সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি তাঁদের শ্রদ্ধা জানানোর যথাযথ ব্যবস্থা রাখা হোক। সিউড়ি পুরসভার তরফে সিউড়ি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা তথা বাসস্ট্যান্ডের কাছে নেতাজির মূর্তি,মসজিদ মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তি, চৈতালি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তি, আরটি মোড়ে রবীন্দ্রনাথের মূর্তি সহ বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন মনীষীরসহ বিশিষ্টদের মূর্তি স্থাপন করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই মূর্তিগুলি আজ অবহেলা ও অনাদরে পড়ে রয়েছে। কোথাও গাছের আড়ালে, কোথাও সেগুলি পাখিদের মলমূত্রে অপরিচ্ছন্ন, আবার কোথাও বছরের প্রায় অধিকাংশ সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিজ্ঞাপনের গেটের আড়ালে মুখ ঢেকে রয়েছে মূর্তিগুলি। যদিও পুরসভা থেকে মনীষীদের জন্ম-মৃত্যু দিবসের আগে মূর্তিগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ঝাঁচকচকে করে তোলা হয়। কিন্তু বছরের অন্যান্য দিন নোংরা অবস্থাতেই পড়ে থাকে মূর্তিগুলি, যা শহরের গৌরবকে অনেকটাই ম্লান করে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় এক বাসিন্দা চন্দন মণ্ডল বলেন, বছরের অধিকাংশ সময় দেখি বাসস্ট্যান্ডের নেতাজি মূর্তিটি ব্যানার, ফেস্টুন এবং রাজনৈতিক দলের প্রচারে মুখ ঢেকে রয়েছে। আবার কোথাও মনীষীদের মূর্তি গাছের পাতার আড়ালে ঢাকা অবস্থায় রয়েছে। আমরা চাই শহরের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে মনীষীদের মূর্তিগুলি দ্রুত রক্ষণাবেক্ষণের কাজ করুক পুরসভা। এতে শহরের গৌরব অনেকটাই বৃদ্ধি পাবে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, দেড়শো বছরকে সামনে রেখে শহরের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব দ্রুত ডিপিআর প্রস্তুত করা হবে। মূর্তিগুলিকেও রক্ষণাবেক্ষণের কাজকরা হবে।