• নেশামুক্তি কেন্দ্র থেকে পলাতক যুবক, চাঞ্চল্য বহরমপুরে
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নেশামুক্তি কেন্দ্র থেকে এক যুবকের পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বহরমপুরের কাশিমবাজার এলাকায়। বছর বত্রিশের ওই যুবক বড়দিনের সন্ধ্যায় সংস্থার তরফে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে পালিয়ে যান। ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদ থানার নাগিনবাগ এলাকায়। ছয় মাস আগে কাশিমবাজারের ওই নেশামুক্তি কেন্দ্রে তাঁকে দিয়ে যান পরিবারের লোকেরা। চিকিৎসায় তিনি হয়ে ওঠেন। ওই যুবক ইদানীং নিজেই ভলান্টিয়ারের কাজ করতেন। ওই সংস্থায় থাকা অন্যদের দেখভাল করে দায়িত্ব সামলাতেন তিনি। 


    জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর ওই সংস্থার তরফে সকল আবাসিককে নিয়ে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয় কাশিমবাজারের মনীন্দ্রনগর এলাকায়। অনুষ্ঠানে ওই যুবক একাধিক দায়িত্ব সামলান। তারপর অনুষ্ঠান চলাকালীন তিনি পালিয়ে যান। 


    সংস্থার তরফে প্রতীক সিংহ বলেন, ঘটনার পর আমরা পরিবারকে খবর দিই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে, ২৬ ডিসেম্বর বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিস খোঁজ শুরু করেছে। ওই যুবক এখন অনেকটাই সুস্থ ছিলেন। তিনি অন্যদের দেখভাল করতেন, সেজন্য আমরা বড়দিনের অনুষ্ঠানে ওঁকে বেশ কিছু দায়িত্ব দিয়েছিলাম। আমাদের সংস্থার ভবনের পাশে একটা খোলা জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে উনি পালিয়ে যান। 


    বহরমপুর থানার পুলিস জানিয়েছে, আমরা অভিযোগ পেয়ে ওই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছি। অনুমান, যুবকের কোনও সম্পর্ক ছিল। তার জন্যই ওইদিন সুযোগ পেয়ে তিনি পালিয়ে যান। 
  • Link to this news (বর্তমান)