• তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: ঝালদা থানার কুশী গ্রামে এক তৃণমূল সমর্থকের গাড়ি এবং খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনটি জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই গ্রামের আরও এক বাসিন্দার ধানের গোলাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের শাস্তির দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বাসিন্দারা। 


    কুশী গ্রামের বাসিন্দা জগৎ কুইরি বলেন, রাতে কোন দুষ্কৃতী তিনটে জায়গাতে একসঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। একটি চার চাকার গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। হয়ে গিয়েছে। এছাড়া একটি গাড়িতে রাখা খড় এবং অন্য একটি জায়গায় মজুত খড়ের গাদাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাতে একজন গ্রামবাসী বিষয়টি জানতে পেরে আমাদের জানান। পরে অন্যান্য গ্রামবাসীদেরও ডাকা হয়। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে দমকলের গাড়িও এসে পৌঁছয়। কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ হয়ে গিয়েছে। ৭ লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেল। প্রশাসনের কাছে অনুরোধ করব এ বিষয়ে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার। ওই গ্রামের আরেক বাসিন্দারা ও ধানের গোলাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই গ্রামেই বাড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর মাহাতর। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে তিনিও এলাকায় যান। শংকর বলেন, গোটা ঘটনা দেখে বোঝাই যাচ্ছে, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনায় যেই যুক্ত থাকুক না কেন, পুলিসের কাছে অনুরোধ করব দ্রুত দোষীদের খুঁজে বের করে যাতে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)