• প্রাদেশিক ভাষায় অনুষ্ঠান না করার ফতোয়ায় বিতর্ক, বিক্ষোভ পুরুলিয়া বইমেলায়
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: বিতর্ক পিছু ছাড়ছে না পুরুলিয়া জেলা বইমেলার। বইমেলা কমিটির প্রচারপত্রে ‘প্রাদেশিক ভাষায় কোনও অনুষ্ঠান করা যাবে না’ বলে ফতোয়ার প্রতিবাদে শুক্রবার ডেপুটেশন দেয় একাধিক সংগঠন। এদিন ওই সংগঠনগুলির সঙ্গে বইমেলা কমিটির আলোচনা হলেও বিতর্ক থামেনি। বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, বইমেলা কর্তৃপক্ষ আলোচনায় ভুলের কথা স্বীকার করলেও প্রকাশ্যে তা বলতে কার্যত নারাজ। অন্যদিকে প্রকাশ্যে ভুল স্বীকারের দাবিতে এদিন বইমেলা কমিটির অফিসের সামনে অবস্থান শুরু করেন আদিবাসী কর্মী সমাজের নেতাকর্মীরা। ভুল স্বীকার না করলে কমিটির অফিস খুলতে না দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা। 


    প্রসঙ্গত, পুরুলিয়া জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে প্রকাশ করা প্রচারপত্রে বিভিন্ন নিয়মাবলী মধ্যে লেখা রয়েছে, বাংলা ছাড়া কোনও প্রাদেশিক ভাষায় কোনও অনুষ্ঠান করা যাবে না। জেলার একাধিক সামাজিক সংগঠনের দাবি, এলাকার জনজাতিদের ভাষা ও সংস্কৃতিকে এর মাধ্যমে অবমাননা করা হয়েছে। স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে নষ্ট করারই একটা প্রয়াস হিসেবে দেখছেন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এদিন দুপুরে জেলা গ্রন্থাগারিকের অফিসে সামাজিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন আধিকারিক এবং মেলা কমিটির সদস্যরা। ওই বৈঠকের বিষয়ে আদিবাসী কুর্মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাত বলেন, একদিকে বইমেলাতে প্রচার করা হচ্ছে ভাষার মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন ঘটানো হবে। অন্যদিকে স্থানীয়দের ভাষা সংস্কৃতিকে অবমাননা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ দিনের বৈঠকে প্রাথমিকভাবে আধিকারিকরা নিজেদের ভুল স্বীকার করতে চাননি। পরে গোটা বিষয়টি তাদের সামনে তুলে ধরার পর ওই প্রচারপত্রে ভুল যে রয়েছে, তা স্বীকার করেন আধিকারিকরা। বইমেলার প্রাঙ্গণে প্রকাশ্যে এ বিষয়ে ভুল স্বীকারের দাবি জানানো হয়। তাঁরা ভুল স্বীকার করতে রাজিও ছিলেন। কিন্তু তারপর অজানা কোনও কারণে তা আর করা হয়নি। আধিকারিকরা মেলা কমিটির অন্য সদস্যদের দিকে বিষয়টিকে ঠেলে দিতে চান। পরে আমাদের জানানো হয়, মেলা কমিটির সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাত এ বিষয়ে ভুল স্বীকার করবেন। কিন্তু কবে এবং কোথায় তিনি এ বিষয়ে ভুল স্বীকার করবেন তা বলা হয়নি। তাই ভুল স্বীকার না করা পর্যন্ত বইমেলা কমিটির অফিস বন্ধ রাখতে বলা হয়েছে। তবে বইমেলার কেনাবেচাতে কোনও বাধা নেই। বইমেলার সাংস্কৃতিক কমিটির সদস্য হংসেশ্বর মাহাত বলেন, প্রথমত ওই প্রচারপত্রে যে ভুল হয়েছে, তা আমি একদিন আগেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে জানিয়েছি। মারাত্মক ভুল সংশোধন করে নেওয়ার জন্য জেলা গ্রন্থাগারিককে অনুরোধ করেছি। কিন্তু ওই প্রচারপত্র তৈরির দায়িত্ব তো আমার ছিল না। তাহলে কে ভুল করেছে, তা অবশ্যই খুঁজে বের করা দরকার। তাছাড়া এদিনের বৈঠকের পর কোনও আধিকারিক আমাকে বলেননি যে, মেলা কমিটির পক্ষ থেকে আমাকে ভুল স্বীকার করতে হবে। 


    এ বিষয়ে জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। গোটা বিষয়টি নিয়ে জেলা গ্রন্থাগারিক মার্শাল টুডু বলেন, এদিন একটি বৈঠক হয়েছে। বইমেলা কমিটির অফিস সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে সদর থানার আইসি গিয়ে তা খুলে দেন। প্রচারপত্রে ভুল হয়েছিল কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা গ্রন্থাগারিক। 
  • Link to this news (বর্তমান)