• নানুরের তৃণমূল নেতার নামে বাড়ি বাতিল করলেন বিডিও
    বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শান্তিনিকেতন: নানুরের আলিগ্রামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল নেতার নামে আবাস যোজনার বাড়ি আসার ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। সেই খবর ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর শনিবার নানুর ব্লকের বিডিওর তরফে জানা গিয়েছে, তৃণমূল নেতার নামে আসা বাড়ি বাতিল করা হয়েছে। যদিও এর নেপথ্যে কী ঘটনা রয়েছে, তা সম্পূর্ণরূপে তদন্ত করে দেখার পরই ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেক ব্লকে দুঃস্থ মানুষদের জন্য বাংলা আবাস যোজনার বাড়ির ঘোষণা করেন। সেই মতো সর্বত্র বাড়ি প্রাপকদের তালিকা প্রকাশিত হয়। সেখানেই দেখা যায়, নানুর ব্লকের দাসকল গ্রাম কড়েয়া ১ নং পঞ্চায়েতের আলিগ্রামে তৃণমূল নেতা প্রণব মণ্ডলের নামে আবাস যোজনার বাড়ি এসেছে। তিনি ২০১৩-১৮ অবধি সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী নানুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। আলিগ্রামে তাঁর বাবার নামে পাকা বাড়ি রয়েছে। কিন্তু তারপরও তার নামে আবাস যোজনায় বাড়ি আসে। কিন্তু একই গ্রামে বন্যাপীড়িত পরিবার বাড়ি না পেলেও তৃণমূল নেতার নামে বাড়ি আসার বিষয়টি সামনে আসতেই বিতর্ক দেখা দেয়। যদিও তৃণমূল নেতার দাবি, তাঁর নিজের নামে কোনও জমি বা বাড়ি নেই। সে কারণে আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে তাঁর কোনও সমস্যা থাকতে পারে না। প্রশাসনিক স্তরে এই বিষয়টি জানাজানি হওয়ার পরই শোরগোল পড়ে যায়। জানা যায়, তৃণমূল নেতার অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। শনিবার নানুর বিডিওর তরফে তৃণমূল নেতা প্রণব মণ্ডলের নামে আসা বাড়ি বাতিল করা হয়েছে। 


    প্রণব বলেন, আমার নিজের নামে কিছুই নেই। তবুও প্রশাসন যা ঠিক মনে করবে সেটাই মেনে নিতে হবে। নানুর ব্লকের বিডিও সন্দীপ সিংহ রায় বলেন, সমস্ত কিছু খতিয়ে দেখে আমাদের সিদ্ধান্ত, আপাতত ওই ব্যক্তির বাড়ি বাতিল করা হয়েছে। পরবর্তীতে এই বিষয়টির পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)