ডুয়ার্স উৎসবে প্রতিদিন ২০ হাজার লিটার পানীয় জল দেবে পিএইচই
বর্তমান | ২৯ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: এবার প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্স উৎসবের জন্য পিএইচই প্রতিদিন ২০ হাজার লিটার পানীয় জল দেবে। সেইসঙ্গে মাঠে ধুলো ওড়া বন্ধ করতে প্রতিদিন বিকেলের আগে জল ঢালবে দমকল বিভাগ। ডুয়ার্স উৎসব কমিটি এবছরও জেলার কৃতী ও বিশিষ্টদের ডুয়ার্স ভূষণ ও ডুয়ার্স রত্ন সম্মান দেবে।
২ জানুয়ারি শুরু হচ্ছে ১৯তম ডুয়ার্স উৎসব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার রাতে উৎসব কমিটির সভাপতি আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলার নির্দেশে মহকুমা শাসকের অফিসে উৎসবের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক হয়। মহকুমা শাসক তথা উৎসব কমিটির সম্পাদক দেবব্রত রায়ের পৌরহিত্যে ওই বৈঠক হয়। বৈঠকে স্থানীয় পুরসভা ছাড়াও পুলিস, দমকল, পিএইচই, বনদপ্তর, বিদ্যুৎ ও পরিবহণ সহ সরকারি সমস্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, উৎসবে আসা মানুষদের পিএইচই প্রতিদিন ২০ হাজার লিটার করে পরিস্রুত পানীয় জল দেবে। উৎসবে দূষণ রুখতে দমকল কর্মীরা প্রতিদিন বিকেলের আগে মাঠে জল দেবে। এবারও উৎসব কমিটির পক্ষ থেকে জেলার বিশিষ্ট ব্যক্তিদের ডুয়ার্স ভূষণ ও ডুয়ার্স রত্ন সম্মান দেওয়া হবে। প্রতিবার চা বিক্রেতাদের উৎসবের মাঠে ঘুরে ঘুরে চা বিক্রি করতে হয়। এবার চা বিক্রেতাদের জন্য মাঠেই টি হাব তৈরি হবে। এজন্য চা বিক্রেতাদের আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
মহকুমা শাসক বলেন, জেলার জঙ্গল লাগোয়া বনবস্তি ও চা বাগানের বাসিন্দাদের জেলা শহরে এসে এই উৎসবের আনন্দ নিয়ে রাতে বাড়ি ফিরতে হয়। সেজন্য বন্যজন্তদের হামলার ভয় থাকে। সেজন্য অঘটন এড়াতে উৎসবের দিনগুলিতে জঙ্গল লাগোয়া বনবস্তি ও চা বাগানের রুটগুলিতে রাতভর টহলদারি দেবে বনকর্মীরা।
ডুয়ার্স উৎসবের শিশুমঞ্চ জনপ্রিয় হয়ে উঠেছে উত্তরবঙ্গ জুড়ে। গোটা উত্তরবঙ্গজুড়ে এবছর প্রতিযোগিতা ও আমন্ত্রণমূলক মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি শিশু শিল্পী উৎসবে অংশ নেবে। স্থানীয় রবীন্দ্রভবনে শিশু শিল্পীদের বাছাই পর্বে প্রতিদিন ৬০০-৭০০ করে শিশুর ভিড় উপচে পড়ছে। সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে উৎসব কমিটির শিশু সাংস্কৃতিক উপ সমিতির যুগ্ম আহ্বায়ক উৎসেন্দু তালুকদার ও জয়িতা শীলকে। এদিকে, শিশুমঞ্চের থিম সংয়ে নিজেই সুর দিয়ে নিজেই গেয়েছেন বারোবিশার নবম শ্রেণির ছাত্র ঋদ্ধি দাস। সেই থিম সং এখন সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ডুয়ার্স উৎসবের প্রস্তুতি। - নিজস্ব চিত্র।