নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মহিলাকে ধর্ষণের অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিস। ধৃতের নাম কার্তিক হালদার। সে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। শিলিগুড়ির এনটিএস মোড় এলাকার একটি আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করত অভিযুক্ত। সেই আবাসনেই এক মহিলা পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, পরিচারিকাকে নিরাপত্তারক্ষী মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত। গত ১০ নভেম্বর কাজে গিয়েছিলেন মহিলা। সেদিন কার্তিক মহিলার মুখ চেপে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার পর থেকে পলাতক ছিল নিরাপত্তারক্ষী। শুক্রবার দক্ষিণ দিনাজপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।