নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চার দিন পর অবশেষে খোঁজ মিলল শিলিগুড়ির নিঁখোজ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ জয় অধিকারীর। শুক্রবার গভীর রাতে তিনি নিজে থেকেই স্ত্রীকে ফোন করে জানান মুম্বইয়ের দাদার এলাকায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে জিআরপি। জ্ঞান ফিরতেই স্ত্রীকে ফোন করে অক্ষত অবস্থায় রয়েছেন বলে তিনি জানান। আজ, রবিবার তাঁর বাড়িতে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর সরাইঘাট এক্সপ্রেসে মালদহ থেকে নিঁখোজ হয়ে যান জয়বাবু। স্ত্রীকে মোবাইলে মেসেজ করে জানিয়েছিলেন ফাঁদে পড়েছেন। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।