• জাল পাসপোর্ট চক্রে চাঁদপাড়া থেকে ধৃত চাঁই
    প্রতিদিন | ২৯ ডিসেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরি! মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবারও! এবার সেই কারবারের মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। পাসপোর্ট কাণ্ডে এটা সপ্তম গ্রেপ্তারি।

    ধৃতের নাম মনোজ গুপ্তা। শনিবার গভীর রাতে তাকে গাইঘাটা থানার চাঁদপাড়ার স্টেশন রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে। সূত্রের দাবি, বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সি সংস্থার আড়ালে চলত জাল পাসপোর্ট তৈরি। পাসপোর্ট বানানোর জন্য় তৈরি হত ভুয়ো পরিচয়পত্র। এর মধ্যে অন্যতম ছিল আধার কার্ড।

    সূত্রে দাবি, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম. ছবি, ঠিকানা দিয়ে তৈরি হয়ে যেত ভুয়ো আধার। আর তার উপর ভিত্তি করে বানানো হল জাল পাসপোর্ট। ধৃত মনোজের নিজস্ব কম্পিউটারেই বানানো হত জাল নথি। এর আগেও তার খোঁজে দুবার তল্লাশি চালিয়েছে পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হল। ইতিপূর্বে এই ট্রভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)