• পকেটে জাল নোটের তাড়া, দিল্লিতে গ্রেপ্তার মালদহের যুবক! ঘনাচ্ছে রহস্য
    প্রতিদিন | ২৯ ডিসেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টাকার ১৯০টি জাল নোট-সহ দিল্লিতে গ্রেপ্তার মালদহের যুবক। সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট এরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে মালদহে পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করে। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি দেশে ফের জাল নোট কারবারিদের দাপট বেড়েছে?

    জানা গিয়েছে, ধৃত যুবকের নাম কাউসর আলি। গ্রেপ্তারের সময়ে তার থেকে ৯৫ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তি ইতিমধ্যেই জাল নোটের ব্যবসার কথা স্বীকার করছে। আরও জানা গিয়েছে, কয়েকজন সমাজ বিরোধীদের সংস্পর্শে এসে  জাল নোটের ব্যবসা করতে থাকে কাউসর।

    বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে জাল নোট ধরা পড়ায় উদ্বেগ বাড়ছে। এই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তের শহর মালদহের যুবকের জাল নোট-সহ ধরা পড়ার ঘটনা যথেষ্ট সন্দেহের বিষয়। প্রশ্ন জাগছে, ওপার বাংলা থেকে জাল নোট কি ভারতে ঢুকছে? পিছনে হাত কি আইএসআইয়ের? কারণ, যে-কোনও দেশের বাজারে জাল নোট ছড়িয়ে দিলে সে দেশের অর্থনীতিকে দুর্বল করা যায় বলেই মত অর্থনীতিবিদদের। সেই চেষ্টাই কি করা হচ্ছে? পাকিস্তান-বাংলাদেশ থেকে জাল নোট কলকাতা হয়ে কি দেশে ছড়িয়ে পড়ছে? এই গ্রেপ্তারির পর উঠছে সেই প্রশ্নও। পুরো বিষয়টি তাই খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত যুবককে।
  • Link to this news (প্রতিদিন)