• দাঁতনে রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২২
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত খণ্ডরুই এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ২২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। যাঁরা গুরুতর জখম হন তাঁদের এগরা ও মেদিনীপুরের হাসপাতালে রেফার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি মোহনপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। খণ্ডরুই এলাকায় বাস চালক নিয়ন্ত্রণ হারান ও সেটি উল্টে যায়। বাসে ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২২ জন যাত্রী আহত হন। তাঁদের প্রথমে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কয়েকজনকে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    কী ভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল? কোনও রেষারেষি হচ্ছিল কি না, বাসটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে পুলিশ।

    অন্যদিকে, রবিবার সকাল ১০টা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া-পিড়াকাটা রাজ্য সড়কের উপর আমঝর্না এলাকায় একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিড়াকাটার দিক থেকে আসছিল ওই ট্রাকটি। সেই সময় মোটরবাইকে করে যাচ্ছিলেন বছর চল্লিশের এক ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের একেবারে সামনে চলে আসেন। ট্রাকের চালক চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করে গুড়গুড়িপাল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)