পুকুরে গত দু’দিন ধরেই ভাসছিল একাধিক প্লাস্টিক। সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোয় খবর দেওয়া হয় পুলিশে। প্যাকেটগুলি খুলতেই চমকে উঠলেন তদন্তকারীরা। পাওয়া গেল মানুষের দেহের টুকরো টুকরো অংশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল এলাকায়। রবিবার পুকুরটি থেকে ৩টি প্যাকেট উদ্ধার হয়েছে। যেখান থেকে পাওয়া গিয়েছে দেহাংশ।
পুলিশ সূত্রে খবর, গত ৩ থেকে ৪ দিন ধরেই পুকুরে ভাসছিল কিছু প্লাস্টিক। শনিবার থেকেই সেই প্লাস্টিকগুলি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। শনিবার রাতেই স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। রাতে একটি প্যাকেটে দেহাংশ পাওয়া গিয়েছিল। রবিবার ফের সেখানে যান তদন্তকারীরা। নতুন করে আরও ৩টি প্যাকেট উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। প্রতিটি প্যাকেটেই দেহাংশ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুকুরটি ঘন জনবসতিপূর্ণ এলাকায়। সেখানে কে বা কারা এই দেহ ফেলে গেল? দেহটি কার? উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, কার দেহ তা এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।
ঘটনায় আতঙ্কের চোরা স্রোত বইছে এলাকায়। স্থানীয় বাসিন্দা সাহেব পাল বলেন, ‘পুকুরের আশেপাশে কোনও সিসি টিভি ক্যামেরা নেই। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি অন্তত বসানো উচিত ছিল।’ এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, ওই এলাকা এমনিতে শান্তিপূর্ণ। অতীতে এলাকায় এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করছেন তাঁরা।