এই সময়, আসানসোল: পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় পশ্চিম বর্ধমানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে মাইকে প্রচার শুরু করেছে বন দপ্তর। নির্দেশ অমান্য করা হচ্ছে কি না তা দেখতে জঙ্গলের ভিতরে ঘুরছেন বনকর্মীরা। শিল্পাঞ্চলের ডিএফও অনুপম খান জানিয়েছেন, মানুষকে সচেতন করতেই তাঁরা শীতের সময় বেছে নিয়ে প্রচার শুরু করেছেন।
তিনি বলেন, ‘প্রচারে বলা হচ্ছে, বিভিন্ন জঙ্গল বা লাগোয়া বনভোজনের এলাকাগুলিতে আগুন লাগতে পারে এমন কিছু করা যাবে না। কাউকে আগুন লাগাতেও দেবেন না। এমন কাজ দণ্ডনীয় অপরাধ। বনভোজনের সময়ে অযথা প্রচণ্ড জোরে মাইক বাজিয়ে বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করবেন না।’
শুক্রবারই বুদবুদের দেবশালায় একটি নেকড়েকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। পশ্চিম বর্ধমানের ছোট ছোট বনাঞ্চলে নেকড়ে, হায়না, শিয়ালের মতো বন্যপ্রাণীর বংশবৃদ্ধি হওয়ার ঘটনা সামনে এসেছে। বন্যপ্রাণ আইনে এই সব প্রাণী প্রথম তপসিলের অন্তর্ভুক্ত। তাই বন দপ্তর বাড়তি সতর্কতা নিচ্ছে বলেও জানা গিয়েছে। এ বার মাইথন সমেত একাধিক জায়গায় দেখা গিয়েছে, গাছের গায়ে কাগজের বোর্ড ঝুলিয়ে বলা হয়েছে, ‘গাছ বাঁচান আপনার স্বার্থে। সবুজ ধ্বংস করবেন না।’
পরিবেশপ্রেমী জয়ন্ত সরকার, প্রবীণ শিক্ষক অলোক দাস বলেন, ‘বন দপ্তরের এটা ভালো উদ্যোগ। কিন্তু দেখতে হবে, গাছের গায়ে যে প্ল্যাকার্ডগুলো বন দপ্তর লাগাচ্ছে তাতে পেরেক ব্যবহার করা হচ্ছে কি না। কেননা পেরেকও গাছের গায়ে লাগানো নিষিদ্ধ।’