• স্টেশন পরিচ্ছন্ন রাখতে জরিমানা আদায়ে জোর
    আনন্দবাজার | ২৯ ডিসেম্বর ২০২৪
  • শহরতলির ট্রেনে শিয়ালদহ শাখায় দৈনিক ৩০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। বিপুল সংখ্যক যাত্রীর আসা-যাওয়ার কারণে শিয়ালদহ ডিভিশনে স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখাই কঠিন। স্টেশনের সার্বিক পরিচ্ছন্নতা বাড়াতে রেল একাধিক পদক্ষেপ করছে। সৌন্দর্যায়নে পদক্ষেপ করা ছাড়াও স্টেশন পরিচ্ছন্ন রাখতে যাত্রীদের সচেতন করায় জোর দিয়েছে রেল। স্টেশনে আবর্জনা ফেললে এবং ধূমপান করলে অভিযুক্ত যাত্রীদের জরিমানা করায় সম্প্রতি জোর দিয়েছে তারা।

    চলতি বছরে ওই শাখার বিভিন্ন স্টেশনে আবর্জনা বা নোংরা ফেলার অপরাধে ৮৬৫টি মামলা দায়ের করা হয়েছে। ওই সব মামলায় ১ লক্ষ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। স্টেশন চত্বরে ধূমপান করায় ১৩৬ জনকে জরিমানা করেছে রেল। সেই খাতে জরিমানা আদায় হয়েছে ২৭ হাজার ২০০ টাকা।

    শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, স্টেশন পরিচ্ছন্ন রাখায় তাঁরা বিশেষ জোর দিয়েছেন। যাত্রীদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি জরিমানা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)