রবীন্দ্র সরোবরের ভিতরে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে লেক লাভার্স ফোরাম এবং প্রাতভ্রমণ শনিবার প্রতিবাদ জানালেন। সরোবরের ৩ নম্বর গেটে, যেখানে বেআইনি নির্মাণের অভিযোগ, সেখানে বৃক্ষরোপণও করা হয়েছে। কর্মসূচিতে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমিতা বন্দ্যোপাধ্যায়, উৎপল দাস প্রমুখ। সরোবরের বাস্তুতন্ত্রকে বাঁচানো, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম খেলোয়াড়দের জন্য খুলে দেওয়া-সহ বিভিন্ন দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।