মালদার চাঁচলে মহিলাকে পুড়িয়ে খুনের নেপথ্যে প্রাক্তন স্বামীর হাত? ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত আবু তালেবকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছিল পুলিশ। আবুর দাবি, মহিলাকে খুনের ঘটনায় আসল কালপ্রিট তার প্রাক্তন স্বামী। যদিও তদন্তের স্বার্থে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জনিয়েছে।
শুক্রবার সকালে মালদার চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার এক আমবাগানে এক মহিলার দগ্ধ দেহ দেখতে পান স্থানীয়রা। দেহের অদূরেই মেলে আধার কার্ড এবং ভোটার কার্ড। সেই সূত্র ধরেই ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জানা যায় তাঁর পরিচয়।
মহিলার বাবার বাড়ি চাঁচল থানার দক্ষিণ শহর এলাকায়। বছর দশেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির। তাঁদের দুই সন্তান রয়েছে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এরপরেই অভিযুক্ত আবু তালেবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা।
সিসিটিভি ফুটেজ দেখেই আবু তালেবের উপর সন্দেহ হয় তদন্তকারীদের। শুক্রবার রাতে বর্ধমৈনো রাধিকাপুর এক্সপ্রেস থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের অভিযোগ,অভিযুক্ত পালিয়ে যাচ্ছিল।
রবিবার আবু তালেবকে চাঁচল মহকুমা আদালতে আনা হয় কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে। তার দাবি, ওই মহিলার প্রাক্তন স্বামী রয়েছে খুনের নেপথ্যে। তারই নির্দেশে সে সব কাজ করেছে। আদালতে ঢোকার মুখে এই কথা বলে সে। পুলিশ জানায়, এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টিই তদন্ত সাপেক্ষ।