• টার্গেট তৃণমূল নেতা, বহমপুরে চলল গুলি
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • মুর্শিদাবাদে দুষ্কৃতীর নিশানায় তৃণমূল নেতা। অভিযোগ, শনিবার রাতে দলীয় কাজ সেরে ফেরার পথে বহরমপুর টাউন তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যদিও দুষ্কৃতী লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনায় জেলা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কে বা কারা ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি পাপাইয়ের।

    শনিবার রাত আনুমানিক ১১টা নাগাদ চারচাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ। বহরমপুরের রিংরোড এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে পিছন থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বরাতজোরে প্রাণে বাঁচেন পাপাই।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ‘গাড়িটিকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি ছোড়া হয়েছিল। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

    এ দিকে এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন পাপাই। তাঁর দাবি, এই হামলার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। রাজনৈতিক শত্রুতার কারণেই তাঁর উপর হামলা করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা কোনও সন্দেহভাজনকে দেখেছেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)