• পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল চক্রী, কোন পথে মিলল সাফল্য?
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থানের কথা শনিবারই জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। শনিবার রাতেই বড়সড় সাফল্য পেল লালবাজার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মনোজ গুপ্তা। উত্তর ২৪ পরগনার গাইঘাটার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    মনোজকে রবিবার সকালেই আলিপুর আদালতে পেশ করে কলকাতা পুলিশ। আদালতে পুলিশ জানায়, বাংলাদেশি নাগরিকদের জাল পাসপোর্ট তৈরির চক্রের পাণ্ডা ছিল মনোজ। ইউরোপের দেশগুলিতে অনেককে ভিসা পেতেও সাহায্য করেছে মনোজ। মনোজকে জেরা করে এই চক্রের বাকি ‘চুনোপুঁটি’রাও ধরা পড়বে বলে মনে করছে পুলিশ।

    ভুয়ো পাসপোর্ট চক্রের আরও কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সপ্তাহের শুরুতেই উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা থেকে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু এলাকায় টানা তল্লাশি চালানো হয়।

    পুলিশ সূত্রে খবর, বেহালা ঠাকুরপুকুর থানা এলাকার শীলপাড়ায় বাড়ি ছিল মনোজের। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশ সক্রিয় হতেই গাইঘাটার ঢাকুরিয়া এলাকায় একটি বাড়িতে গিয়ে লুকিয়ে ছিল মনোজ। সেখানে থেকেই শনিবার মধ্যরাতে পুলিশকে মনোজকে গ্রেপ্তার করে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মনোজের নাম উঠে এলেও নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে শনিবার মেলে সাফল্য।

  • Link to this news (এই সময়)