• মুর্শিদাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, একসঙ্গে ঝলসে গেল প্রায় দু' হাজার মুরগি...
    আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পঞ্চানন্দপুর গ্রামে একটি পোলট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ হাজার মুরগি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি করেছেন পোলট্রি  ফার্মের মালিক শ্রীমন্ত ঘোষ। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ২টো নাগাদ প্রায় দশ কাঠা জমির উপর তৈরি ওই পোল্ট্রি ফার্মে আগুন লেগেছে দেখতে পেয়ে  তৎক্ষণাৎ দমকল ও প্রশাসনকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনায় ফার্ম মালিক প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।  শট সার্কিটের ফলে এই আগুন না  কি এর পিছনে অন্তর্ঘাত রয়েছে তা নিয়ে ধন্ধে রয়েছেন সকলে।  

    পোলট্রি ফার্মের মালিক শ্রীমন্ত ঘোষ জানান, 'এই পোল্ট্রি ফার্মটি দে' ড় বছর আগে তৈরি করেছিলাম। আমরা দু' জন শেয়ারে এটি চালাতাম। গতকাল রাত আড়াইটা নাগাদ হঠাৎই আমার এই পোল্ট্রি ফার্মে আগুন লেগেছে দেখতে পাই।'  তিনি আরও বলেন, 'এটি নিছকই দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা বুঝতে পারছি না। প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি করছি।' অগ্নিকাণ্ডের এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একদিকে ফার্ম মালিকের বড় অঙ্কের আর্থিক ক্ষতি অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে পোল্ট্রি ফার্মের একটি বড় প্রভাব থাকায় স্থানীয়দের জন্য এটি বড় একটি ধাক্কা বলে মনে করছেন তারা। গ্রামবাসীদের দাবি, প্রশাসন যেন ঘটনাস্থল পরীক্ষা করে উপযুক্ত পদক্ষেপ নেয়। সেই সঙ্গে এটি যদি ষড়যন্ত্র হয় তাহলে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তিরও দাবি তুলেছেন গ্রামবাসীরা।
  • Link to this news (আজকাল)