বারাসতে পুকুরে ভাসছে বস্তা, পুলিশ এসে খুলতেই চক্ষুচড়ক, বেরোল টুকরো টুকরো মানব দেহ!...
আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বারাসত পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুরের বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল বস্তাবন্দি মানুষের শরীরের টুকরো করা অংশ! ওই পুকুরে গত ৩-৪ দিন ধরেই কয়েকটি বস্তা ভাসতে দেখা গিয়েছিল। কিন্তু শনিবার থেকে বিকট দুর্গন্ধ ছড়ায় ওই এলাকায়। টেঁকা দায় হয়েছিল অঞ্চলবাসীর। এরপরই পুলিশে খবর দেন স্থানীয়রা। রবিবার ডুবুরি নামিয়ে পুকুর থেকে বস্তাগুলি উদ্ধার করা হয়। পাড়ে বস্তার মুখ খুলতেই হতভম্ব সকলে। তিনটি বস্তা থেকে বেরোয় মানুষের শরীরের টুকরো করা অংশ! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কে বা কারা সেই বস্তা পুকুরে ফেলেছেন? অঞ্চলের মানুষের তা নিয়ে কোনও ধারণাই নেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে দেহ কোনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাতের অন্ধকারে সেগুলি বস্তায় বেঁধে পুকুরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আরও কোনও দেহাংশ ওই পুকুরে মেলে কি না তারও খোঁজ চলছে।