• সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা, জোরকদমে চলছে বৈঠকের প্রস্তুতি...
    আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক বৈঠকে সোমবার সন্দেশখালি যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সন্দেশখালিতে আসার আগেই কড়া নিরাপত্তার পাশাপাশি জোরকদমে চলছে প্রস্তুতি। তিনি আকাশপথে হেলিকপ্টারে যাবেন সন্দেশখালিতে, সূত্রের খবর তেমনটাই। তার আগেই রবিবার হেলিকপ্টারের মহড়া হয়। 

     সোমবার মুখ্যমন্ত্রী নানান পরিষেবা প্রদান করবেন  এই প্রশাসনিক বৈঠক থেকে। সেই কারণে একাধিক সামগ্রিক প্রস্তুত। রবিবার দুপুরে বৈঠকের আগে মাঠ পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা,  উপস্থিত ছিলেন একাধিক উচ্চ পদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিক। মাঠ ও হেলিপ্যাড চত্বরে মুড়ে ফেলা হয়েছে পুলিশের কড়া নিরাপত্তায়। লোকসভা ভোটের আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। সেই প্রসঙ্গ মাথায় রেখে, যাতে মুখ্যমন্ত্রীর সভার আগে বা সভা চলাকালীন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আনুমানিক প্রায় সত্তরটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। 

    ধামাখালি, তুষখালী, সন্দেশখালি, ভোলা খালি, খুলনা-সহ প্রতিদিন জেটি ঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকাল থেকেই ওই জেটিঘাট থেকে প্রচুর মানুষেরা নদী পেরিয়ে প্রশাসনিক বৈঠকে আসবেন।  তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাইরে থেকেও নিয়ে আসা হয়েছে প্রচুর নৌকো। জলপথেও চলছে নিরাপত্তা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একাধিক লঞ্চ ও রিকভারি বোর্ড নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালি ও ধামাখালি জেটি ঘাটে।
  • Link to this news (আজকাল)