• পুরুলিয়ায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, শনিবার রাত থেকে ছিলেন নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য...
    আজকাল | ২৯ ডিসেম্বর ২০২৪
  • অরিন্দম মুখার্জি: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুরুলিয়া জেলার বলরামপুরের ঘটনা। যুবকের নাম অজম্বর টুডু। বয়স ১৯ বছর। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকারই একটি গাছে যুবকের দেহটি উদ্ধার করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাতটা নাগাদ বলরামপুর থানার অন্তগত নিপানিয়া গ্রামে একটি গাছের অজম্বরের দেহটি দেখতে পান। এলাকার মানুষ ঝুলন্ত দেহ দেখে প্রথমে একটু হতভম্ব হয়ে পড়েন। এরপরে সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে গ্রামের মানুষ বলরামপুর থানাতে খবর পাঠান। পুলিশ এসে দেহটি নীচে নামালে গ্রামের মানুষজন অজম্বরকে শনাক্ত করেন। পুলিশ যুবকটির বাড়িতে খবর পাঠায়। পুরুলিয়ার বাঁশগড় হাসপাতালে দেহটি নিয়ে এসে ডাক্তার পরীক্ষানিরীক্ষার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

    মৃত যুবকের বাবা বুদ্ধেশ্বর টুডু জানান, শনিবার রাত থেকে হদিশ পাওয়া যাচ্ছিল না অজম্বরের। নানা জায়গায় খোঁজখবর করে এবং ফোন করেও কোনও খবর মেলেনি। কেন এ রকম করল জানি না। অজম্বরের এ হেন কীর্তিতে এলাকবাসীরা হতভম্ব। 
  • Link to this news (আজকাল)