আজকাল ওয়েবডেস্ক: শেষপর্যন্ত সেই ঘুমপাড়ানি গুলিতেই কাবু হল জিনাত। বাঁকুড়ার জঙ্গল থেকে বনকর্মীরা খাঁচায় পুড়লেন ওই বাঘিনিকে। জিনাত সুস্থ রয়েছে বলেই জানানো হয়েছে বনদপ্তরের তরফে। তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
দিন আষ্টেক আগে ওডিশার সিমলিপালের জঙ্গল থেকে বাংলায় ঢুকে পড়েছিল এই বাঘিনি। শুরুতে ঝাড়গ্রাম, পরে পুরুলিয়ায় বাঘিনি জিনাতের অবস্থানের সন্ধান মিলেছিল। শেষে বাঁকুড়ায় ঢুকে পড়ে বাঘিনিটি। অবশেষে রবিবার দুপুরে বাঁকুড়ার গোঁসাইডিহিতে জিনাতকে দেখেই ঘুমপাড়ানি গুলি মারেন বনকর্মীরা। আগে বেশ কয়েকবার ঘুমপাড়ানি গুলিতে কাজ না হলেও অবশ্য এবার হয়েছে। ধরা পড়ল ওডিশার বাঘিনি জিনাত।
বার বার অবস্থান বদলানোয় রীতিমতো ল্যাজেগোবরে হচ্ছিলেন বনকর্মীরা। তবে হাল ছাড়েনি বনদপ্তর। উল্টে বাড়তি উদ্যমে বাঘিনি জিনাতকে ধরতে ঝাঁপিয়েছিলেন বনকর্মীরা। জিনাত শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল বলে সঙ্কেত মেলে। অবস্থান নিশ্চিত হতেই ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। এরপরই বাঘিনিকে কব্জায় আনতে শুরু করেন বনকর্মীরা। কিন্তু তাতে কাজ হয়নি। ফের লুকিয়ে পড়ে সে।
এ দিকে গোটা জঙ্গলই প্রায় ঘিরে ফেলা হয়। খাঁচাবন্দি করতে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এতেইসাফল্য আসে। অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে যায় বাঘিনিটি।