• বড় সাফল্য পুলিশের, ঘুটিয়ারি শরিফে বমাল গ্রেপ্তার হেরোইন কারবারি
    প্রতিদিন | ২৯ ডিসেম্বর ২০২৪
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: হেরোইন পাচার করা হচ্ছিল গোপনে। সেই খবর পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল। তারপরই জাল পাতেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকায় এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তির নাম সইফুদ্দিন লস্কর। তাঁর থেকে প্রায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফুদ্দিন লস্কর নামে ওই ব্যক্তি হেরোইন কারবারি হিসেবে পরিচিত। শনিবার রাতে ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকায় তাঁকে দেখা যায়। পুলিশের কাছেও খবর ছিল হেরোইন পাচারের সম্ভাবনা রয়েছে। পুলিশও ওই এলাকায় অপেক্ষা করছিল। তাঁকে পাকড়াও করে তল্লাশি চালানো শুরু হয়। তাঁর সঙ্গে একটি স্কুল ব্যাগ ছিল। সেই স্কুল ব্যাগ তল্লাশি চালাতেই হেরোইন বেরিয়ে পড়ে। ওই ব্যক্তিকে বমাল থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের থেকে নগদ প্রায় চার হাজার টাকা পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন।

    ওই হেরোইন ঘুটিয়ারি শরিফে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক জেরায় সেই কথাই পুলিশ জানতে পেরেছে। রবিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)