• পুকুরে হঠাৎ দুর্গন্ধ.. পুলিশ এসে ভেসে ওঠা বস্তার মুখ খুলতেই উদ্ধার মানব দেহাংশ!
    হিন্দুস্তান টাইমস | ২৯ ডিসেম্বর ২০২৪
  • ঘটনা বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুর এলাকার। গত কয়েক দিন ধরেই সেখানে পুুকুরে বেশ কিছু বস্তা ভেসে যেতে দেখা যায়। কারোর কারোর নজর সেদিকে গেলেও, তেমন আমল দেননি অনেকে। এরপর সেখান থেকে বিকট দুর্গন্ধ বের হতেই পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ আসতেই বস্তার মুখ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অনেকের। জানা যায়স পুলিশ ওই বস্তার মুখ খুলতেই সেখানে মানব দেহের টুকরো খণ্ড উদ্ধার হয়েছে।

    রবিবার সকালে বারাসতের পুর এলাকার হৃদয়পুরে এক পুকুর থেকে তিনটি বস্তা উদ্ধার হয়। যে বস্তা থেকে এলাকায় অনেকক্ষণ ধরে দুর্গন্ধ বের হচ্ছিল বলে অনেকের সন্দেহ হয়। সন্দেহ হতেই স্থানীয়রা খবর দেন পুলিশে। জানা গিয়েছে, বেঙ্গল ক্যামিক্যাল সংলগ্ন এলাকায় ওই পুকুর থেকে গত ৩ থেকে ৪ দিন ধরে বেশ কিছু বস্তা ভাসতে দেখা যায়। তা থেকে রবিবার সকালে বিকট গন্ধ বের হতে স্থানীয়রা আতঙ্কে পড়ে যান। তবে তারপর বস্তা থেকে মানব দেহখণ্ড বের হতেই চমকে ওঠেন অনেকে। কে বা কারা ওই দেহখণ্ড ফেলে গিয়েছে, তা নিয়ে ওঠে প্রশ্ন। এ সম্পর্কে এলাকাবাসীর কোনও ধারণাই নেই বলে জানা যায়। অনেকে বলছেন, শনিবার সকাল থেকে ওই এলাকায় দুর্গন্ধ বের হতে থাকে। তবে রবিবার সকালে গন্ধ বিকট হতে থাকে।

    স্বভাবতই প্রশ্ন উঠছে, ওই দেহখণ্ড কোথা থেকে এল? কার সেই দেহখণ্ড? ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বস্তাগুলো ভেসে থাকতে দেখে অনেকেই উদ্বেগে পড়ে যান। জানা গিয়েছে, পুলিশ, ডুবুরি নামিয়ে ওই বস্তা উদ্ধার করে। প্রতিটি বস্তাতেই মানব দেহের অংশ ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। কে বা কারা এই অপরাধের নেপথ্যে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

    এদিকে, পুলিশের অনুমান রাতের অন্ধকারে ওই দেহখণ্ড কেউ ভাসিয়ে দিয়ে গিয়েছে বস্তাবন্দি করে। সকলের অলক্ষ্যে সেই বস্তা পুকুরে ফেলা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে রহস্যের পর্দাফাঁস হতে পুলিশ তাকিয়ে রয়েছে দেহাংশের ময়নাতদন্তের দিকে। ময়নাতদন্ত হলেই বিষয়টির রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। কেউ বা কারা দেহাংশকে ধারালো অস্ত্র দিয়ে কেটে বস্তাবন্দি করে পুকুরে ভাসিয়ে দেয় বলে অনুমান।     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)