• 'অবাঞ্ছিত কেউ ভুয়ো নথি দিয়ে যাতে পাসপোর্ট না পান,তার জন্য..', কী বললেন শামিম?
    হিন্দুস্তান টাইমস | ২৯ ডিসেম্বর ২০২৪
  • বাংলার বুকে কেউ যাতে কোনও ভুয়ো নথি ব্যবহার কের পাসপোর্ট পেয়ে যেতে না পারেন, তার জন্য আরও কড়া হচ্ছে রাজ্য পুলিশের নজরদারি। রবিবার এই কথা সাফ জানিয়ে দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম। 

    রবিবার দুপুরে লালবাজারে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তাবড় কর্তারা সাংবাদিকদের মুখোমুখি হন। বৈঠকে জাভেদ শামিম বলেন,' রবিবার দুপুরে আমরা সব সিনিয়র অফিসাররা আছি মানে, বুঝতেই পারছেন, আমরা কতটা সিরিয়াস।' উল্লেখ্য, সদ্য বাংলাদেশ অশান্ত হতেই, এপার বাংলায় বেশ কিছু সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতার হয়। এছাড়াও সদ্য অসম পুলিশের ‘অপারেশন প্রঘাত’এর আওতায় একের পর এক বাংলাদেশি জঙ্গি গ্রেফতারি নিয়েও বেশ শোরগোল পড়ে যায় রাজ্যে। সদ্য মুর্শিদাবাদ থেকে ২ সন্দেহভাজন উদ্ধার হয়েছে। এদিকে, এই পরিস্থিতিতে বাংলার উপকূলীয় রাজ্যগুলি কতটা নিরাপত্তার চাদরে মুড়ে রয়েছে? তা নিয়েও প্রশ্ন যায়। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলছেন, ২৬/১১ মুম্বই হামলার পর থেকে জলপথ নিরাপত্তার বিষয়টি আরও বেশি প্রকট হয়েছে। তবে রাজ্যের উপকূলীয় বা নদীকূলবর্তী এলাকাগুলি কড়া প্রহরার মধ্যে রয়েছে। তিনি জানিয়েছেন, বিপুল পরিমাণে উপকূলীয় পুলিশ স্টেশনের সংখ্যা বেড়েছে রাজ্যে। সেখানে বহু আইপিএসকে পোস্ট করা হয়েছে। এখানেই শেষ নয়, স্যাটেলাইট টেলিফোন, স্পিজ বোট সহ একাধিক সরঞ্জাম রয়েছে বাংলার উপকূলীয় পুলিশের কাছে। এছাড়াও বিএসএফ সহ নানান সংশ্লিষ্ট ফোর্সের সঙ্গে যোগাযোগও রেখে চলেছে উপকূলীয় পুলিশ।

    সদ্য, বাংলা থেকে এমন বেশ কিছু গ্রেফতারি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের ভুয়ো ঠিকানা দিয়ে ভারতীয় পাসোপোর্ট করা হয়েছে। জাভেদ শামিম বলছেন, 'কোনও অবাঞ্ছিত ব্যক্তি ভুয়ো নথি দিয়ে যাতে পাসপোর্ট না পান, তার জন্য আমরা বদ্ধপরিকর'। একটি নয়, পর পর বেশ কিছু স্তরে কড়া নজরদারি চলছে এই বিষয়ে। এক্ষেত্রে পাসপোর্টের জন্য ভুয়ো নথি প্রদান করার ক্ষেত্রে যাঁদেরই যুক্ত পাওয়া যাবে, তাঁদের রেয়াত করা হবে না। সেক্ষেত্রে সরকারের কেউও যদি এতে যুক্ত থাকেন, তাহলে তাঁকেও ছাড়া হবে না। তিনি জানান, কোনওভাবে জাতীয় নিরাপত্তা আপোষ করা হবে না। তিনি বলেন, ‘পাসপোর্ট ইস্যু খুব বড় বিষয়। খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ তিনি বলেন,'আমাদের তরফ থেকে ভেরিফিকেশন পোর্শন যতটা আছে… যেটা বলছিলাম যে সিস্টেম আরও পোক্ত করতে হবে। কিছু নিয়ম পাল্টানোর বিষয় আমরা পরামর্শ দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, যে নিয়ম এখন আছে, তার ওপরেও বিভিন্নস্তরের নজরদারি বাড়ানো হচ্ছে, যাতে কোনও অবাঞ্ছিত কেউ পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো নথি নিয়ে ভারতীয় পাসপোর্ট না পায়। '
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)