• বর্ষবরণের রাতে হাফ ডজ়ন অতিরিক্ত মেট্রো, জেনে নিন লাস্ট মেট্রো ক’টায়
    এই সময় | ২৯ ডিসেম্বর ২০২৪
  • বড়দিনের পর নিউ ইয়ার ইভেও অতিরিক্ত মেট্রো। ৩১ ডিসেম্বরের সন্ধ্যায় অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবারই সেই ‘টাইম টেবিল’ জানিয়ে দেওয়া হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে ব্লু লাইনে অতিরিক্ত ৬টি মেট্রো চলবে। সে দিন রাত ৯টা ৪০-এর পর থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অতিরিক্ত ৬টি মেট্রো চালানো হবে। ৩টি ট্রেন আপ, ৩টি ডাউন লাইনে চলবে।

    মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ৬টি স্পেশাল মেট্রো চলবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ অবধি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী স্পেশাল মেট্রোর প্রথমটি চলবে রাত ৯টা ৪৮-এ। এর পর রাত ১০টা ৩ মিনিট ও রাত ১০টা ১৮ মিনিটে যথাক্রমে বাকি দু’টি মেট্রো চলবে।

    অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম স্পেশাল মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। এর পরের দু’টি যথাক্রমে ১০টা ১০ ও ১০টা ২৫-এ ছাড়বে। অর্থাৎ রাত ৯ টা ৪০-এর পর ১৫ মিনিটের ব্যবধানে স্পেশাল মেট্রোগুলি ছাড়বে।

    এ ছাড়া প্রতিদিনের মতো ৩১ ডিসেম্বরও ব্লু লাইনে নাইট মেট্রো সার্ভিস থাকছে। রোজের মতোই রাত ১০টা ৪০-এ কবি সুভাষ-দমদমে চলবে তা। একই সঙ্গে গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২ ও পার্পল লাইন, অরেঞ্জ লাইনে নির্ধারিত সূচি মেনেই ৩১ ডিসেম্বর মেট্রো চলবে।

  • Link to this news (এই সময়)