জেলার প্রত্যন্ত এলাকায় উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ‘সুস্বাস্থ্য’ কেন্দ্রে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক বছরে। তৈরি হয়েছে নতুন স্বাস্থ্য কেন্দ্রও। পশ্চিম মেদিনীপুর জেলায় পুর এলাকাগুলিতে দুই ধাপে মোট ৪৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের বাধা হয়ে দাঁড়িয়েছে জমি জট। জমি চিহ্নিত করার সময়সীমা ৩১ ডিসেম্বর অবধি থাকলেও জেলা স্বাস্থ্য দফতরের অনুরোধে তা বাড়িয়ে ১৫ জানুয়ারি অবধি করা হয়েছে। জমি জোগাড় করতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরকে।
পশ্চিম মেদিনীপুরের পুর এলাকাগুলির জন্য দুই ধাপে মোট ৪৮টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অর্থ বরাদ্দও করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৭টির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। তার মধ্যে ১০টি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি ১৭টির কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে অনুমোদনপ্রাপ্ত ২১টি সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ১১টির জমি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। এখনও জমি চিহ্নিত করা যায়নি ১০টি সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য। মেদিনীপুরে ৫টি, খড়গপুরে ৪টি ও ঘাটালে ১টি সুস্বাস্থ্য কেন্দ্রের জমি চিহ্নিত করার কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী। তিনি বলেন, ‘জেলাশাসক খুরশিদ আলি কাদেরী-সহ জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের তৎপরতায় জোরকদমে জমি চিহ্নিত করার কাজ চলছে।’
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলায় সব মিলিয়ে মোট ৮৬৮টি সাব সেন্টার বা উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬৪৩টিকে ইতিমধ্যেই ‘সুস্বাস্থ্য কেন্দ্র’-এ পরিণত করা হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবর্ষে জেলার প্রায় ১১ লক্ষ ৩৪ হাজার মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। যা রাজ্যের মধ্যে অন্যতম রেকর্ড। এই পরিষেবার জন্য গত অর্থবর্ষে পুরস্কৃতও হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর।
মহিলাদের প্রসবকালীন ও প্রসব পরবর্তী চিকিৎসা, শিশুদের যত্ন ও পুষ্টি সংক্রান্ত পরামর্শ, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য পরিষেবা, ডেন্টাল হেলথ বা দাঁতের প্রাথমিক চিকিৎসা, নাক-কান-গলা (ENT)-র প্রাথমিক চিকিৎসা তো রয়েছেই। এর পাশাপাশি স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার নির্ণয় হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রেই। সব মিলিয়ে মোট ১১২ রকমের চিকিৎসা পরিষেবা মিলছে কেন্দ্রগুলিতে।