বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকে ২০১৭ সালে দালালের মাধ্যমে নিজের আধার এবং প্যান কার্ড বানিয়েছিল মহম্মদ আবিউর রহমান। অনুপ্রবেশের অভিযোগে মারকুইস স্ট্রিট থেকে তাঁকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানা। আবিউরকে জেরা করেই দালালের মাধ্যমে পাসপোর্ট তৈরির তথ্য মিলেছে বলে পুলিশ দাবি করেছে। লালবাজার সূত্রের খবর, আবিউর একসময় মধ্যমগ্রামে থাকতেন। সেখানেই এক দালালের সঙ্গে পরিচয়ের সূত্রে বারাসত থেকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন তিনি। তার পরেও একাধিক বার বাংলাদেশে যাতায়াত করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নড়াইলের বাসিন্দা আবিউরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত অক্টোবরেও বাংলাদেশে গিয়েছিল বলে দাবি করেছেন আবিউর। যদিও তার প্রমাণ দিতে পারেননি তিনি। ২০২৩ সাল থেকে ভারতীয় নাগরিক সেজে খিদিরপুরে থাকছিলেন আবিউর। তবে খিদিরপুর, মধ্যমগ্রাম ছাড়া নিউ মার্কেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকাতেও থেকেছেন তিনি। কোনও এক জায়গায় আবিউর বেশিদিন থাকতেন না।
এক মাসের ব্যবধানে পার্ক স্ট্রিট থেকে দু’জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি মহানগরের হোটেল, অতিথিশালা, লজগুলিতে বাড়তি নজরদারি রাখছে কলকাতা পুলিশ। শনিবার কলকাতার নগরপাল মনোজ বর্মা বলেন, ‘‘হোটেল, লজগুলিতে বাড়তি নজরদারি রাখছি। বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের গতিবিধির উপরেও নজর দেওয়া হচ্ছে। হোটেল, লজ, অতিথিশালাগুলিকে নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলার ব্যাপারে আগেই গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে, ওই নির্দেশাবলী যাতে ঠিকঠাক মেনে চলা হয় সে বিষয়ে হোটেল, অতিথিশালা কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে। আমরা পুরো বিষয়টির উপরেই নজর রাখছি।’’