কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল। শনিবারের চেয়ে এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে শহরে। দু’দিন পর থেকে আবার পারদ নিম্নমুখী হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে নতুন বছরের শুরুতে চেনা শীতের দেখা মিলতে পারে।
রবিবারও দক্ষিণবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ। দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে বেশ কিছু জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পঙে রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র।
উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ১৫ ডিগ্রিতে নেমে গিয়েছিল। রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কল্যাণীতে ১৩.৫ ডিগ্রি, ব্যারাকপুরে ১৪.৮ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৪.৫ ডিগ্রি, বর্ধমানে ১৪ ডিগ্রি, বহরমপুরে ১৪.৪ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৪.৬ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.২ ডিগ্রি এবং উলুবেড়িয়ায় ১৪.৫ ডিগ্রিতে নেমেছিল পারদ।