• তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! বহরমপুরে সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে
    আনন্দবাজার | ২৯ ডিসেম্বর ২০২৪
  • দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়লেন বহরমপুর সদর যুব তৃণমূলের সভাপতি। তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ল দুষ্কৃতীরা। কোনও রকমে প্রাণে বেঁচেছেন পাপাই ঘোষ। গাড়িচালক এবং এক সঙ্গীও রক্ষা পেয়েছেন। তবে এই ঘটনায় আতঙ্কিত তাঁরা। তৃণমূলের অভিযোগ, এই কাণ্ডের মূলে রয়েছে বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন পাপাই। তাঁর গাড়িতে ছিলেন এক জন। বহরমপুরের সৈদাবাদ এলাকায় রিং রোডে পৌঁছতেই আচমকা আক্রমণ। অভিযোগ, গাড়িটির পিছনের কাচে একের পর এক গুলি ছোড়া হয়। গাড়ির কাচে বেশ কয়েকটি গুলি লেগেছে। যুব তৃণমূল নেতা এবং তাঁর সঙ্গী মাথা ঝুঁকিয়ে বসেছিলেন বলে বিপদ এড়িয়েছেন। জলদি এলাকা ছাড়েন তাঁরা।

    পুলিশের কাছে পাপাই জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচি শেষ করে তিনি তাঁর এক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন চালক। হঠাৎ তাঁদের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চলে। যুবনেতার দাবি, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তিনি। আক্রমণের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। আর অন্ধকার থাকায় অভিযুক্তদের কাউকেই তাঁরা দেখতে পাননি বলে জানিয়েছেন তিনি। পাপাই বলেন, ‘‘পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। আমাকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল ওদের।’’

    শনিবার রাতেই তৃণমূল নেতা এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কারও গ্রেফতারির খবর মেলেনি। কে বা কারা গুলি চালাল, কোন উদ্দেশ্যে গুলি চালানো হয়, আক্রমণের নেপথ্যে রাজনৈতিক না কি অন্য কোনও কারণ রয়েছে, সব খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজিদ ইকবাল বলেন, ‘‘ঘটনার খবর পেয়েই পুলিশ পৌঁছেছিল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।’’

  • Link to this news (আনন্দবাজার)