২ বছরের মেয়েকে নিয়ে সিকিম বেড়াতে গিয়েছিলেন নিউ ব্যারাকপুরের এক দম্পতি। পাহাড়ি রাস্তায় খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু মা ও মেয়ের। মৃত মা পিয়ালী শাসমল (২৫), মেয়ে শ্রীনিকা শাসমল (২)। পিয়ালীর স্বামী শোভন শাসমল হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিউ ব্যারাকপুর সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল স্ত্রী, মেয়েকে নিয়ে উত্তর সিকিম বেড়াতে গিয়েছিলেন ২৩ ডিসেম্বর। শনিবার সফর শেষে উত্তর সিকিমের জুলুক থেকে গ্যাংটক ফিরছিলেন তাঁরা। গ্যাংটকের হোটেলে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় শাসমল দম্পতিদের গাড়ি।
দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালী ও তাঁর কন্যা শ্রীনিকা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় শোভন শাসমলকে। বর্তমান শোভন-সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী ও মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে বলেই জানা গিয়েছে।
ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দু’জনের দেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওঁরা গাড়িতে মোট ছ’জন ছিল। কোনওভাবে গাড়িটি ব্রেক কষতে গিয়ে পাল্টি খেয়ে যায় বলে শুনেছি। এর পরেই গাড়িটি খাদে পড়ার সময় পিয়ালী ও তাঁর মেয়ে ছিটকে যায়। বাচ্চাটি বেঁচেছিল, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে।’ এলাকায় সকলের সঙ্গেই ভাল সম্পর্ক ছিল শোভন-সহ পরিবারের সকলের। ঘটনায় শোকের ছায়া এলাকায়।