রেল লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই মহিলার। মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমান জেলার মেমারি রেল স্টেশনে। নিহতদের নাম পাখি ভুঁইয়া (৪০) ও ঝর্ণা ভুঁইয়া (৩৫)। দু’জনেরই বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ থানার গোড়াবাড়িতে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জিআরপি।
জানা গিয়েছে, বাঁকুড়ার গোড়াবাড়ি থেকে খন্যানে নিজেদের বোনের স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। গোড়াবাড়ি থেকে মশাগ্রাম স্টেশনে এসে নামেন তাঁরা। এর পর সড়ক পথে মেমারি স্টেশনে আসেন। খন্যান যাওয়ার টিকিট কেটে ট্রেন ধরার জন্য লাইন পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।
জিআরপি সূত্রে খবর, ১ নং প্ল্যাটফর্মের কাছ দিয়ে পারাপার করছিলেন ওই দুই মহিলা। ওই লাইন দিয়ে সেই সময়ে যাচ্ছিল হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন মেমারি স্টেশনের কর্তব্যরত আরপিএফ ও জিআরপি কর্মীরা। দেহ দুটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জিআরপির এক আধিকারিক জানান, ওভারব্রিজ ব্যবহার না করে ওই দুই মহিলা লাইন পারাপার করে উল্টোদিকের প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন। তাড়াহুড়ো করে যাওয়ার সময় মালদা ইন্টারসিটি এক্সপ্রেসকে খেয়াল করেননি বলেই এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। যাত্রীদের সব সময়ই ফুটব্রিজ ব্যবহার করা উচিত বলে জানান রেল কর্মী।