আজকাল ওয়েবডেস্ক: ওপার বাংলার পরিস্থিতি বর্তমানে অশান্ত হয়ে উঠেছে। তার মধ্যেই ভারতে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস দমনে বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্য পুলিশ। এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম সাংবাদিক বৈঠক করেন। রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট বার্তায় জানান, প্রতিবেশী দেশে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, আমরা চাই না সেটাকে কেন্দ্র করে রাজ্যে কোনও সমস্যার সৃষ্টি হোক। পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আরও কড়া হওয়ার কথা জানিয়েছেন রাজীব কুমার। তাঁর বক্তব্য, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আকও কড়া হতে হবে।
রাজ্য পুলিশ একটি নতুন সিস্টেমের প্রস্তাব এনেছে। লোকাল থানাগুলিতে পাসপোর্ট খতিয়ে দেখা হবে এবং ভেরিফিকেশনের ওপর বিশেষ জোর দেওয়া হবে। ভেরিফিকেশনে ডেপুটি কমিশনার এবং এসপিরা সরাসরি নজরদারি চালাবেন। সন্দেহজনক কেউ যাতে পাসপোর্ট না পায়, তা নিশ্চিত করা হবে। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, ‘বাংলাদেশে ৭৪ জন জঙ্গিকে ছাড়া হয়েছে। এই বিষয়ে আমরা নজরদারি চালাচ্ছি। সীমান্তক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নেই, তবে রাজ্যে কোনও সমস্যা যাতে না দেখা দেয়, সেদিকে আমরা সতর্ক রয়েছি’। পুলিশ স্পষ্ট ভাবে জানিয়েছে, ‘কেউ যদি বাংলাদেশ থেকে চলে আসে, তা মানে এই নয় যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের করিডর। আমরা এ বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছি’।