• শুভেন্দু গড়ে ভাঙন! নন্দীগ্রামে সদলবলে বিজেপি-ত্যাগ দুই নেতার...
    আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙন। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশীষ দাস এবং তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য অশোক করণ-এর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী বিজেপি ছাড়লেন। রবিবার এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়। দুই প্রাক্তন নেতার দাবি, নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আরও অনেক বিজেপি পঞ্চায়েত সদস্য ও কর্মীরা আগামী দিনে দল ছাড়বেন। দুই বিজেপি নেতা-সহ প্রায় ৫০ জন কর্মীদের দল ছাড়ার খবরে শেরগোল নন্দীগ্রামে।

    দেবাশীষ ও অশোকের অভিযোগ, দলের নেতাদের আচরণ রূঢ়। ইদানিং নন্দীগ্রামের মত জায়গায় ঘন ঘন খুনের ঘটনায় অস্থিরতা তৈরি হচ্ছে তখন দলের নেতাদের আচরণ বেদনাদায়ক। শুভেন্দু অধিকারী বা উর্ধ্বতন নেতারা প্রকাশ্যে জানিয়েছেন, আমাদের মত নেতাকর্মীরা না থাকলেও দল ভালো চলবে। তাই এই দলত্যাগ।  দল ছাড়তে চেয়ে ইতিমধ্যে জেলা নেতৃত্বের কাছে আবেদনও করেছেন দুই নেতা। কিন্তু কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু নন্দীগ্রামে 'মন কি বাত' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে বলেন, ''এরকম অনেকে কেউ যাবেন আসবেন, এতে দলের বা আমার কোনও ক্ষতি হবে না।

    প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি এ দিন নন্দীগ্রামের গোকুলনগরে মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ''শুভেন্দুবাবুকে ভাষা সংযত করতে হবে। নন্দীগ্রামের বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করতে হবে নইলে তাঁর ভবিষ্যৎ খারাপ। যারা দল ছাড়ছেন তারা বুঝতে পেরেছেন নন্দীগ্রামে খুন, সন্ত্রাস-সহ কত অমানবিক ঘটনা ঘটাচ্ছে বিজেপি।'' অখিল আরও বলেন, ''আরও অনেকে ধীরে ধীরে দল ছাড়বেন। একে একে গ্রাম পঞ্চায়েত বিজেপিমুক্ত হবে। বিজেপি নেতাকর্মীদের দল ছাড়ায় এটা প্রমাণিত হল যে, বিজেপি খুন-সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে।''
  • Link to this news (আজকাল)