৯৪ বছরে পদার্পণ বালি ব্রিজের, কেক কেটে বেলুন দিয়ে সাজিয়ে পালিত হল জন্মদিন
আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুর জন্মদিন ছিল রবিবার। ২৯ ডিসেম্বর ৯৪ বছরে পা দিল হাওড়ার ঐতিহ্যবাহী এই সেতু। বেলুন টাঙিয়ে, কেক কেটে জন্মদিন উদযাপন করলেন স্থানীয় থেকে শুরু করে প্রতিদিন প্রাতঃভ্রমণে আসা মানুষেরা।
একপ্রান্তে হাওড়া ও অপর প্রান্তে কলকাতার সঙ্গে যোগাযোগকারী বালির ব্রিজ। ১৯৩১ সালের ২৯ ডিসেম্বর ইংরেজদের হাত ধরে উদ্বোধন হয় এই সেতুর। এই ব্রিজ দিয়ে রেল ও সড়ক দুই যোগাযোগ রয়েছে। অনেকে এই ব্রিজকে হাওড়া ব্রিজের বড়দা বলে থাকেন। বহু ইতিহাসের সাক্ষী এই সেতু। তবে বয়সের ভারে এখন অনেকটাই ন্যুব্জ। কিন্তু তাতে কি জন্মদিন তো আর ভুলে যাওয়া যায় না। শতাধিক মানুষজন উপস্থিত থেকে জন্মদিন পালন করা হল। কেক কাটার পাশাপাশি বিভিন্ন রঙের বেলুন টাঙানো হয়েছিল। একে অপরকে মিষ্টিমুখও করানো হয়।
স্থানীয়দের কথায়, ১৯২৬ সালে সেতুর নির্মাণ শুরু হয়। পাঁচ বছর সময় লেগে যায় নির্মাণ কাজে। তারপর থেকে ৯৪ বছর পরিষেবা দিয়ে যাচ্ছে। পাশে নতুন ব্রিজ নির্মান হলেও বালি ব্রিজের ঐতিহ্য এতটুকুও ম্লান হয়নি। সেই পুরনো আবেগ আজও ধরা দিল পুরনো দিনের মানুষদের হাত ধরে। স্মৃতিতে থাকা কথাগুলো এদিন বলে গেলেন প্রবীণ মানুষজন।