বর্ষবরণের রাতে সুখবর! বাড়ি ফেরায় নেই ঝামেলা, তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালাবে রেল
আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষের রাতে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তিনটি মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি স্টেশন পর্যন্ত। অন্য তিনটি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে, আর কবি সুভাষ স্টেশনে রাত ১০টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থকে শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং কবি সুভাষ থেকে ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক, গ্রিন লাইন-২ অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া, পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখার্জি (রুবি হসপিটাল পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
বর্ষবরণের রাতে প্রচুর লোকের সমাগম হতে পারে পার্ক স্ট্রিট এলাকায়। সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে কলকাতা পুলিশ। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরজুড়ে। পার্ক স্ট্রিটে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশও দেওয়া হয়েছে ।