• বর্ষবরণের রাতে চলবে অতিরিক্ত মেট্রো
    প্রতিদিন | ৩০ ডিসেম্বর ২০২৪
  • নব্যেন্দু হাজরা: বর্ষবরণের বেশি রাতে বন্ধুদের সঙ্গে পার্ক স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু মেট্রো পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায়? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, তিন জোড়া অতিরিক্ত মেট্রো চলবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত তিনটি করে মোট ৬টি অতিরিক্ত মেট্রো চলবে ওইদিন। তবে দিনের বাকি সময়ে মেট্রো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে।

    দক্ষিণেশ্বর থেকে প্রথম অতিরিক্ত মেট্রোটি ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, দ্বিতীয়টি ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে, আর তৃতীয়টি ছাড়বে রাত ১০টা ১৮ মিনিটে। কবি সুভাষ থেকে স্টেশন থেকে প্রথম বিশেষ মেট্রোটি ছাড়বে ৯টা ৫৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ১০ মিনিটে এবং তৃতীয়টি ছাড়বে ১০টা ২৫ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটের ট্রেনটি অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময়েই ছাড়বে। মেট্রো কর্তৃপক্ষ তরফে পাওয়া খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গ্রিন লাইন, গ্রিন লাইন ১, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। 

    কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোর কোনও বিকল্প নেই। সে কারণে প্রায় সারা বছরই পাতালপথে কমবেশি ভিড় থাকেই। তার উপর উৎসবের মরশুমে তো বলাই বাহুল্য। প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন। মেট্রো কর্তৃপক্ষের তরফে সম্প্রতি পাওয়া হিসাব অনুযায়ী, গত বছরের থেকে প্রায় ১৫.৯১ শতাংশ যাত্রী বেড়েছে। গত বছরে নভেম্বর মাস পর্যন্ত মেট্রোরেলে যাত্রীসংখ্যা ছিল ১২.৭ কোটি। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ১৪.৭২ কোটি যাত্রী চলাচল করেছেন। তার ফলে আয়ও হয়েছে যথেষ্ট। তবে ইদানীং মেট্রোর সময়সূচি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন যাত্রীরা। তবে পরিষেবার উন্নতির চেষ্টা চলছে বলেই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)