বাঁশের সাঁকো ভেঙে দুর্ঘটনা মুর্শিদাবাদের নবগ্রামে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, রবিবার নবগ্রামের জাফরপুর ঘাটে গাড়ি পারাপারের সময় হুড়মুড়িয়ে বাঁশের সেতুটি ভেঙে বিপত্তি ঘটে। সেতুর উপর দিয়ে একটি ছোট চার চাকা গাড়ি পারাপারের সময় সেতুটি আচমকাই ভেঙে যায়। ফলে গাড়িটি নিচে নয়ানজুলিতে পড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বাঁশের সেতু দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। সেতুটি মূলত মানুষের পারাপারের জন্য তৈরি হলেও, টাকার বিনিময়ে সেখান দিয়ে টোটো এবং ছোট চার চাকা গাড়ি পারাপার করা হতো। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎপর হয়ে আহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত পাঁচগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
বাঁশের সেতুটির পরিবর্তে ওই স্থানে স্থায়ী এবং নিরাপদ সেতু নির্মাণের দাবি উঠেছে। নবগ্রাম থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বাঁশের সেতুটি গাড়ি পারাপার করার জন্য নয়। এর পরেও কিছু লোক টাকা নিয়ে ছোট গাড়ি পারাপার করতে দেয়। এখানে অবিলম্বে পাকা সেতু নির্মাণ করা উচিত।’