ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশি সিম কার্ড সহ গ্রেপ্তার মহিলা
বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, বনগাঁ: ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিস। ধৃত মহিলা রহিমাখাতুন মণ্ডল (৪৫) বনগাঁ থানার চাঁদা রাইপুরের বাসিন্দা। তাঁর কাছ থেকে ৩৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। পাশাপাশি ৯টি সিম কার্ডও উদ্ধার হয়েছে। এর মধ্যে তিনটি বাংলাদেশের সিম কার্ড। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ইয়াবা ট্যাবলেটগুলি কোথায় নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা, তা খতিয়ে দেখছে পুলিস। এতগুলি বাংলাদেশি সিম কার্ড তিনি কীভাবে পেলেন, তাও খতিয়ে দেখছে পুলিস।
পুলিসের কাছে খবর ছিল, এক মহিলা ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছেন। সেই মতো শনিবার বিকেলে বাগদার হেলেঞ্চা বাজারের কাছে পুলিস আগে থেকে ওৎ পেতে ছিল। গাড়ি থেকে নামতেই রহিমাখাতুন মণ্ডলকে আটক করে পুলিস। তল্লাশি করতেই তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং ভারত ও বাংলাদেশের সিম কার্ড উদ্ধার হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই মহিলা মাদক পাচারের সঙ্গে যুক্ত। বাংলাদেশের মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করতেই তিনি বাংলাদেশের সিম কার্ড নিজের কাছে রেখেছিলেন বলে অনুমান পুলিসের। - নিজস্ব চিত্র