• বদল করা হল গৌড় এক্সপ্রেসের কোচ
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গ সংযোগকারী ট্রেনগুলির মধ্যে গৌড় এক্সপ্রেস অন্যতম। শিয়ালদহ থেকে মালদহ টাউনের মধ্যে চলাচল করে এই দূরপাল্লার ট্রেনটি। যাত্রীস্বার্থে এবার আপ-ডাউনে (১৩১৫৩, ১৩১৫৪) গৌড় এক্সপ্রেসের কোচ বদল হল। পুরনো রেক পাল্টে নিরাপদ এলএইচবি রেকে বদলে গেল ট্রেনটি। এই রেকগুলি আগের আইসিএফের তুলনায় আয়তনে বড় ও আরামদায়ক। অত্যাধুনিক সাসপেনশন ব্যবস্থা রয়েছে এই এলএইচবি কোচে, যাতে যাত্রাপথে ট্রেনটির স্থিতিশীলতা ও লাইন কামড়ে চলার বাড়তি সুবিধা মেলে। এই কোচে এমার্জেন্সি ব্রেক রয়েছে। আপদকালীন পরিস্থিতিতে তা ব্যবহার করে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। নতুন এই কোচে প্রতি যাত্রায় বার্থের সংখ্যাও বাড়তে চলেছে। রেকগুলি অগ্নিনিরোধক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনার আশঙ্কাও কম।
  • Link to this news (বর্তমান)