আতঙ্ক কাটেনি গ্রামে, বাজির লাইসেন্স নিয়ে সমীক্ষা শুরু
বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, বারুইপুর: শনিবার চম্পাহাটির হাড়ালে বিস্ফোরণের ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও আতঙ্ক কাটেনি সর্দার পাড়ার বাসিন্দাদের। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। দু’জনের অবস্থা সঙ্কটজনক। রবিবার বারুইপুর থানা গ্রামে অভিযান চালায়। কোন ব্যবসায়ীর বাজি বিক্রির লাইসেন্স আছে আর কাদের নেই তা সার্ভে করে দেখেন আধিকারিকরা।
বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। বাড়িতে মজুত ছিল প্রচুর বাজি। সেগুলি নিষিদ্ধ কি না তা এখনও স্পষ্ট নয়। এদিকে এদিন ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। পুলিসের দাবি, পরীক্ষার রিপোর্ট এলে বোঝা যাবে, বিস্ফোরণের প্রকৃত কারণ। এখনও অনেকেই আড়ালে নিষিদ্ধ বাজির কারবার চালাচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। এর ফলে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলেও অভিযোগ। বিষয়টি পুলিসকে দেখতে অনুরোধ করা হয়েছে। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শনে যায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন একটি দল। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তারা। তিন মাসের মধ্যে হাড়ালে আতসবাজির ক্লাস্টার তৈরি করা না হলে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সভাপতি। - নিজস্ব চিত্র