সংবাদদাতা, বসিরহাট: ভরদুপুরে পাটের গোডাউনে আগুন। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার পাট। ঘটনাটি ঘটেছে আজ, রবিবার স্বরূপনগর ব্লকের চারঘাট ব্রাহ্মণপাড়া এলাকায়। আচমকা পাটের গোডাউনে আগুন দেখতে পান বাড়ির লোকজন। তাঁদের চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তীব্রতা বেশি থাকায় তা নেভানো সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। তারা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে বাড়ির মালিক সুমন্ত চৌধুরী বলেন, পাটের দাম কম থাকায় বিক্রি করিনি। গোডাউনে পাট মজুত করে রেখেছিলাম। কীভাবে যে আগুন লাগল, বুঝতে পারছি না। বহু টাকার পাট নষ্ট হয়ে গিয়েছে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পাটচাষ করেছিলাম। সরকারি সাহায্য না পেলে আর্থিকভাবে সমস্যায় পড়ব আমরা। নিজস্ব চিত্র