ভারতে প্রবেশের ক্ষেত্রে জঙ্গিরা বাংলাকে করিডর হিসেবে ব্যবহার করতে চাইছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজীব কুমার রাজ্যের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের অবস্থান এমনই যে বাংলাদেশ থেকে কেউ কাশ্মীর বা ভারতের পশ্চিম অংশে কোথাও যেতে চাইলে রাজ্যের উপর দিয়েই যেতে হবে। এর আর কোনও বিকল্প নেই। পাশাপাশি পাসপোর্ট জাল করে অনুপ্রবেশের বিষয়ে তিনি জানান, আগামী দিনে পুলিশ সুপাররা পাসপোর্ট যাচাইয়ের কাজ খতিয়ে দেখবেন।