• কাল থেকে আবার বাংলায় ফিরতে পারে শীতের আমেজ
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: শুরুটা ভালো হলেও, মাঝ পথে হাবুডুবু খেতে হয়েছে শীতকে। পড়বে পড়বে ভাব আছে, কিন্তু কলকাতায় আর শীত কই বর্ষশেষে? ইংরেজি নতুন বছরের আগে সেই খরা কাটানোর আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গা ঝাড়া দিয়ে বছরের একেবারে শেষ দিন থেকে নাকি শীতের কামব্যাক হতে চলেছে! অন্তত পূর্বাভাস তাই।

    আবহবিদদের বক্তব্য, পশ্চিমি ঝঞ্ঝার গেরোয় আটকে গত ক’দিনের মতো রবিবারও কলকাতা–সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শীত থমকে গিয়েছে। দিনে গরম জামা গায়ে রাখাও কঠিন। কিন্তু সেই গেরো ক্রমশ কাটছে। আজ, সোমবারের পর থেকে আগামী তিন–চার দিনে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩–৪ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে।

    সে ক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১৩–১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। ফলে সব মিলিয়ে নিউ ইয়ার্স ইভ হোক বা ইংরেজি নতুন বছরের প্রথম দিন— ফের শীত খানিক ফিরতে পারে বলে আশায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও তারপর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।

    শনিবারের (১৫.৮) চেয়ে এ দিন তাপমাত্রা আরও সামান্য বেড়েছে। এ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল পুরুলিয়ার। এ দিন সকালে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ, সোমবার ভোরেও তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। তবে তার পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে।

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোম ও মঙ্গলবার সকালের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

    তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট চলবে।

    আবহবিদরা জানিয়েছেন, গত কিছুদিন ধরে বাতাসে কিছু কিছু করে জলীয় বাষ্প ঢুকে পড়ায় সর্বনিম্ন তাপমাত্রা সে ভাবে নামতে পারছে না। আবার এই জলীয় বাষ্পের কারণেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। তার জেরে বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা অনেকখানি কমেও যেতে পারে। তবে বুধবারের পর থেকে এই কুয়াশার দাপট খানিকটা কমতে পারে।

    আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সর্বত্রই আগামী দু’–তিন দিন ধরে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে।

  • Link to this news (এই সময়)