গ্রিন করিডোর করে আলিপুরে এল জিনাত, চিড়িয়াখানায় গেলেই দেখা যাবে?
আজ তক | ৩০ ডিসেম্বর ২০২৪
রীতিমতো কনভয়। পরপর বড় বড় গাড়ি, নিরাপত্তা রক্ষী। তার মাঝে একটি পিক আপ ট্রাক। গ্রিন করিডর দিয়ে শোঁ-শোঁ করে ছুটছে গাড়িগুলি। না, কোনও ভিভিআইপি বা অর্গ্যান ট্রান্সফার নয়। এই পিকআপ ট্রাকেই রয়েছেন জিনাত। সেই জিনাত, যে গত কয়েকদিন ধরে বনকর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। জিনাতকে আনা হল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। অবশ্য জিনাতকে এখন ভিভিআইপি বললেও খুব একটা ভুল হবে না। কারণ গত কয়েকদিনে প্রায় প্রতিটি সংবাদমাধ্যমেরই শিরোনামে ছিল এই বাঘিনী। রবিবার বাঁকুড়া থেকে জিনাতকে ধরা হয়। ঘুম পাড়ানি গুলিতে শান্ত করা হয় তাকে। এরপর আলিপুর চিড়িয়াখানা নিয়ে আসা হয়। তবে না, চিড়িয়াখানায় আনা হচ্ছে মানেই তাকে এবার সবাই দেখতে পাবেন, এমনটা কিন্তু নয়। আসলে অনেকেই জানেন না, আলিপুর চিড়িয়াখানায় কিন্তু বন্যপ্রাণীদের চিকিৎসার দুর্দান্ত ব্যবস্থা আছে। চিড়িয়াখানার সঙ্গেই একটি পশুচিকিৎসা হাসপাতাল আছে। সেখানে রীতিমতো চিকিৎসকদের টিম। ফলে কোনো বন্যপ্রাণী ধরা পড়লে বা আহত অবস্থায় মিললে আলিপুর চিড়িয়াখানার 'হাসপাতালে' আনাটাই দস্তুর। এক্ষেত্রে নিয়মমাফিক জিনাতের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেই কারণেই তাকে আলিপুর চিড়িয়াখানায় আনা হল। এর পাশাপাশি জিনাতের কিছুটা সেবা-সুশ্রুষাও করা হবে। গত কয়েকদিন ধরে অচেনা জঙ্গলে ঘুরে ঘুরে সে ক্লান্ত। তাই খাবার ও বিশ্রাম দিয়ে তাকে চাঙ্গা করে তোলা হবে। লোকচক্ষুর আড়ালে, বিশেষ এনক্লোজারে রাখা হবে জিনাতকে। যেখানে সে নিশ্চিন্তে জিরিয়ে নিতে পারবে। সূত্রের খবর, আলিপুর চিড়িয়াখানায় আছেন ওড়িশার বন দফতরের কর্মী-আধিকারিকরাও। জিনাত সুস্থ হলে তাকে তার 'বাড়ি' ওড়িশাতেই ফেরত পাঠানো হবে। ঘরের মেয়ে ঘরে ফিরবে। তবে আপাতত কিছুটা ক্লান্ত জিনাত। কয়েকদিন লাগাতার ঘুরপাক গিয়েছে। তার উপর চারবার ঘুম পাড়ানি গুলি। শরীর কিছুটা দুর্বল। সেই প্রভাব কাটিয়ে উঠলে তারপরেই বাড়ি ফিরবে জিনাত।