বছরের শেষ দিনে কমবে তাপমাত্রা, কলকাতায় শীঘ্রই জাঁকিয়ে শীতের সম্ভাবনা!
বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, মঙ্গলবার শেষ হচ্ছে ২০২৪ সালের মেয়াদ। তার আগে আজ, সোমবার পর্যন্ত জমাটি ঠান্ডার দেখা নেই শহর কলকাতায়। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, বছর শেষে কিছুটা হলেও কমবে পারা। ফলে নতুন বছর উদযাপনে স্বস্তি পেতে পারে আমজনতা। যদিও হাড়কাঁপানো শীতের আশা করা এখনই উচিত হবে না।
হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। আবার রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি বেশি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ তথা কলকাতায় তাপমাত্রা নামতে পারে। আগামী কয়েকদিনে কমপক্ষে ৩-৪ ডিগ্রি পারদপতনও হতে পারে। কারণ উত্তর ভারতে ইতিমধ্যেই জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। ফলে তার প্রভাব দেখা যেতে পারে বঙ্গেও। অন্যদিকে, আজ সকালে ঠান্ডার কামড় না থাকলেও দাপট দেখিয়েছে কুয়াশা। রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার চাদর মুড়ে রেখেছে জনপদকে।