• আজ মমতা সন্দেশখালিতে
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর শেষের আগে আজ, সোমবার সন্দেশখালিতে মেগা কর্মসূচি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাটে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের হাতে তুলে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা। লোকসভা ভোটে এই সন্দেশখালিকে ভিত্তি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু স্টিং অপারেশনে বিজেপির গোপন এজেন্ডা ফাঁস হয়ে যায়। সেই ঘটনার স্মৃতি রোমন্থন করে বিজেপির বিরুদ্ধে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ মমতা তুলবেন বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)