• স্বল্প সঞ্চয়ে সুদের হারে কি পরিবর্তন হবে, আজ বা কালের মধ্যে ঘোষণা
    বর্তমান | ৩০ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি তিনমাস অন্তর ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করে কেন্দ্র। সেই হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নতুন হার ঘোষণা হওয়ার কথা। আজ, সোমবার অথবা আগামী কাল, মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে অর্থমন্ত্রক। এদিকে গত কয়েকমাসে এই সেভিংস স্কিমগুলিতে সুদ অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। এবারও কি সেই হার অপরিবর্তিত থাকবে, নাকি তা বাড়তে পারে আরও একটু? এই প্রশ্নের উত্তর খুঁজছেন দেশের কয়েক কোটি নাগরিক। কারণ, ডাকঘর ও ব্যাঙ্কের কর্মীদের অভিজ্ঞতা বলছে, যেকোনও অর্থবর্ষের শেষ তিনমাসে সবচেয়ে বেশি লগ্নি হয় স্বল্প সঞ্চয়ে। যেভাবে মূল্যবৃদ্ধির কোপে পড়েছেন তাঁরা, তা থেকে তাড়াতাড়ি মুক্তি মিলবে বলে মনে করছেন না সিংহভাগ মানুষ। তাঁদের ভরসা ওই ডাকঘরের সঞ্চয়প্রকল্পগুলিই। 

    পিপিএফ, রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি, মান্থলি ইনকাম স্কিম বা কিষান বিকাশপত্রের মতো সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কত হবে, তা নির্ভর করে সরকারি বন্ডের সুদের হারের উপর। বিশেষজ্ঞরা বলছেন, বন্ডের সুদ বর্তমানে কিছুটা কমলেও, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির অধিকাংশের সুদের হার ৭ শতাংশের বেশি। সুকন্যা সমৃদ্ধি বা প্রবীণ নাগরিকদের স্কিমে সুদের হার ৮.২ শতাংশ। সেদিক থেকে বিচার করলে সুদের হার কমতে পারে এবার। 

    বিশেষজ্ঞদের কথায়, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট দীর্ঘদিন না কমালেও, ২০২৫ সালের গোড়ার দিকে তা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই নির্ভর করছে মূল্যবৃদ্ধি কতটা নিয়ন্ত্রণ করা যাবে, তার উপর। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আরবিআই সুদের হার কমায়নি, তাই এই দফায় এবারও স্বল্প সঞ্চয়ে সুদ কমবে না বলেই মনে করছেন অনেকে। তবে তা বাড়বে কি না, সেটাই বড় প্রশ্ন। সরকারি তথ্যই বলছে, সঞ্চয় প্রকল্পে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। তাঁরা বিকল্প লগ্নিতে আস্থা রাখছেন। তাই মানুষকে তুলনামূলক ঝুঁকিহীন লগ্নিতে ফেরাতে সুদ বাড়াতে পারে কেন্দ্র, এমন আশাও জাগছে। এদিকে পিপিএফের মতো জনপ্রিয় স্কিমে সুদের হার দীর্ঘসময় ধরে ৭.১ শতাংশ হয়ে রয়েছে, যা নিয়ে ক্ষোভ জমেছে সাধারণ আমানতকারীদের মধ্যে। সেই সুদের হার সামান্য বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারে কেন্দ্র, এমনও আশা করছেন অনেকেই। আপাতত এসবের কী জবাব অর্থমন্ত্রক দেয়, সেটাই দেখার। 
  • Link to this news (বর্তমান)