নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুরে বাড়িটাই ছিল আস্ত এক ‘পাসপোর্ট আপিস’। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত কাজ। কেউ জাল আধার তৈরির দায়িত্বে, আবার কেউ পুলিসকে ম্যানেজ করতে ব্যস্ত। ট্রাভেল এজেন্সির ব্যবসার আড়ালে ভুয়ো নথি তৈরি করে তা দিয়ে পাসপোর্ট বানানো ও ভিসা পাইয়ে দেওয়ার কাজ চলছিল। গোটাটাই করা হতো চক্রের পান্ডা মনোজ গুপ্তার নির্দেশে। প্রায় একমাস গা-ঢাকা দিয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিসের জালে ধরা পড়ল পাসপোর্ট কাণ্ডের ‘কিংপিন’ মনোজ। শনিবার রাতে তাকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিস। রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
পাসপোর্ট কাণ্ডে সমরেশ বিশ্বাস ও মোক্তার আলমকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, চক্রের মূল মাথা মনোজ। ট্রাভেল ব্যবসার আড়ালে সে এই কারবার চালাচ্ছে। মনোজের অফিসে চলছে আধার, ভোটার, প্যান, স্কুল সার্টিফিকেট, মধ্যশিক্ষা পর্ষদের শংসাপত্র সহ বিভিন্ন জাল নথি তৈরির কাজ। তার বাড়িতে তল্লাশি চালানো হলেও মনোজকে পাওয়া যায়নি। প্রায় একমাস ধরে সে বেপাত্তা। তদন্তকারীরা জানতে পারেন, বছর দশেক ধরে এই কারবার করছে মনোজ। জাল ভিসা তৈরির অভিযোগে সে মাস তিনেক আগে নদীয়ার গয়েশপুর থানায় ধরাও পড়ে। পরে জামিন পায়। রাজ্যের বিভিন্ন জেলায় তার কমপক্ষে ৫০ জন এজেন্ট রয়েছে। হরিদেবপুরের অফিসে জাল নথি তৈরি ও বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য মাস মাইনের আলাদা আলাদা কর্মী রয়েছে। এজেন্টরা অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করিয়ে চক্রের কিংপিনের কাছে নিয়ে আসত। ভুয়ো নথি দিয়ে তাদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেয় মনোজ। এক একজনের কাছ থেকে নেওয়া হয় ৫-১০ লক্ষ টাকা। এমনকী দূতাবাসের কর্মীদের একাংশকে ম্যানেজ করে মনোজ এই সমস্ত অনুপ্রবেশকারীদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর ভিসা পর্যন্ত করে দিচ্ছিল। কিন্তু কোনওভাবেই তাকে ধরা যাচ্ছিল না। শনিবার গোয়েন্দাদের কাছে খবর আসে, মনোজ তার এক বন্ধুর দিদির বাড়ি গাইঘাটায় গা-ঢাকা দিয়ে রয়েছে। সেইমতো পুলিস সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, পোস্ট অফিসে থাকা পাসপোর্ট সেবা কেন্দ্রের কর্মীদের একটা বড় অংশকে সে ম্যানেজ করে রেখেছে। একইসঙ্গে বাইপাস লাগোয়া পাসপোর্ট অফিস ও ব্রাবোর্ন রোডের রিজিওনাল পাসপোর্ট অফিসের কর্মীদের একাংশ তার ‘পকেটে’। এমনকী বিভিন্ন থানায় পাসপোর্টের নথি যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মীদের একাংশ তার কথায় চলে। ফলে ভুয়ো নথি আপলোড হয়ে যায় অনায়াসে। সেপ্টেম্বর-নভেম্বরের মধ্যে জাল নথি দিয়ে সে অন্তত ৫০০ বাংলাদেশির ‘ভারতীয়’ পাসপোর্ট করে দিয়েছে। অনেককে আবার ভিসা করে বিদেশে পাঠিয়েছে। বিভিন্ন দূতাবাসেও মনোজের নিয়মিত যাতায়াত ছিল। বিভিন্ন কোম্পানির জাল নথি তৈরি করে সেগুলি পাসপোর্টের সঙ্গে দূতাবাসে জমা করত। ভিসা অফিসের কিছু কর্মীকে ম্যানেজ করে ফেলায়, কোনও নথি ভালো করে পরীক্ষা করা হতো না। ভুয়ো নথি দিয়ে বিভিন্ন দপ্তরের যে সমস্ত কর্মী তাকে সাহায্য করত, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর।